আকাশের বুকে মেঘের ভেলা
শ্রাবণের বুক বিষাদে ভার;
পৃথিবীর বুকে অশ্রু ফেলে
শ্রাবণ বানালো জলাধার।


সকাল সন্ধ্যা কাঁদছে বধু
নৌকায় যাবে বাপের বাড়ি;
আড়িয়াল বিলে হাসছে শাপলা
কাটে না দিন আর মা’কে ছাড়ি।


শালুক তুলিতে জলকেলিতে
কত না মধুর হারানো দিনগুলো;
বকুনি সহেছি মা’র কত না নীরবে
মজিতাম খেলায় উড়িয়ে ধুলো।


খুনসুটিতে ছোট ভাইকে কাঁদালে
মা এসে দিতো জোরে কান মলা;
ভোরে, নীরবে গিয়ে বকুল তলায়
কুড়িয়ে বকুল গাঁথা হয় না মালা।


বই-খাতা নিয়ে সাঁঝের বেলা
টেবিলে বসা ছিল কতো না তিক্ত;
সেই সব মধুর হারানো দিনের ব্যথায়
হয়ে গেছি আজ কত না রিক্ত!


লাল শাড়িতে দূর ঐ অচেনা গাঁয়ে
কাটছে না দিন আর শ্বশুর বাড়ি;
চোখ'-কোনে মা’র চিকচিক করা অশ্রু
থাকতে দেয় না যে আর বাঁধন ছিঁড়ি।