খুঁজে পেয়েছি তোমায়
অচেনা তোমার পথে
অদেখা মায়াবতী আঁচল
ছুঁয়ে গিয়েছে আমার স্রোতে ।


খুঁজে পাই তোমাকে এখন
হলে পাখির কিচিরমিচির
যেন তুমি সকালের শিশির ।


সারাটা জনম রেখ আমায়
মনের চারিপাশে
খুঁজেছি যেন
তোমার চোখে আমার সুখ
অবিরাম হাসে ।


নিভে যাওয়া প্রদীপ অল্প হাসির
খুঁজে পায় তোমাকে
শাস্তি যখন অকারণে ফাঁসির ।


নিরবে থাকিনা কেন যেথায়
জেনে নিও
নিঃশ্বাসে খুঁজে পায়
মায়াবতী তোমায় ।

খুঁজে পায়
কিছু কথা আছে মিশে
হৃদয়ের কথায়
নয়নে মোর আঁকে ছবি
নিরবে নীলিমার পাতায় ।