মায়াবতী ক্ষণে প্রথম চোখে পড়ে সেই রুপ
অধিক ক্ষণে চেয়ে থাকার কথায় চারিপাশ চুপ ।


চোখে চোখে দেখা পিছুটান গড়েছে
মনও প্রাণ উভয়ে চেনা-চেনা ব্যথায় নড়েছে ।


আবারও করি মিলিল প্রতি বারই এসে সহিতে
সারা-সকল ছাড়ি আমা ধরনিতে ।


অভিমানি ভুল
রাগে গড়া নিস্পলক আকুল ।


প্রিতি ঠানে ইচ্ছেহীন খুঁজে অজানা
অদেখায় দু-জনে অভিযোগ মানা ।


আঁখিদ্বয়ে হাসিপল্লবে উভয়ে রোজ
না দেখা তাহারে মোর খুজ ।


এই দেখা যেন অভিমান
সেই সাথে পিছুটান ।


ধন্যবাদ ♥