বহুদিন পর দেখেছি তাঁকে,
আজ আবার দেখেছি তাঁকে,
ঐ-যে্ তিন চাকার সবুজ রঙের গাড়িটা,
ঐ-টাতেই দেখেছি তাঁকে।

পরনে অস্পষ্ট রঙের এপ্রোন, গলায় নীলটে বেজ লাগানো,
মনে হয় টিউশন সেরেই আসছিলো,
এই-যে সন্ধ্যা বেলা, সবে মাত্রই, এখুনি দেখেছি তাঁকে।

আমি অফিস শেষে রাস্তায় বেরোতেই,
কিনারা ঘেষে গাড়িটা পেরোতেই দেখেছি তাঁকে।

গাড়ির আলতো কোমল বাতাসে,
যেন ঘুমের কুসুম পরশমণি স্পর্শ করছিলো তাঁকে,
চোঁখে যেন ঘুম ঘুম ভাব, অল্প চোঁখ খোলা,
ঠিক তখনি দেখেছি তাঁকে।

গাড়ির এলোমেলো বাতাস তার চুলগুলো গুনছিলো এবং
কপাল আর চোখের পাতার মধ্যে যেনো ভাগাভাগি করছিলো,
তখনি দেখেছি তাঁকে।

মুখে আকাশি মাস্ক লাগানো অবস্তায়-ও
চিনতে এক মুহুর্ত-ও লাগেনি আমার,
এমনি দেখেছি তাঁকে।

গাড়ি পেরোতেই আমি পেছন ফিরে তাকিয়েছি,
যদিওবা সে দেখে আমাকে, কিন্তু না!
ঐ-যে সব খামখেয়ালি ঐ বাতাসের,
বাতাসের এমন আলতো স্পর্শের ঘুমের ঘরে
সে দেখেইনি আমাকে।

এই অল্প মুহুর্তে এতো-টুকুই দেখেছি তাঁকে।।। ❤️