জানি, তার ঠোঁটে হয় লাল রঙের উৎপত্তি,
সে চোখ বুজলে যেখানে রাত হয়,
মাথার-চুল খুললে হয় হাওয়ার উৎপত্তি।
তার নুপুরের আওয়াজে কারো হৃদয় বাজে,
সে সাজলে কারও অনুভূতি সাজে।
সে হাসলে শাওনে বসন্ত নামে,
সেই বসন্তে হয় ফুলের উৎপত্তি।

তার চোখে ঘুম আসলে হয় নেশার উৎপত্তি,
সে ঘুমিয়ে গেলে হয় সুন্দরের উৎপত্তি।
তাকে না দেখার ভান ধরে না হয় এড়িয়েই গেলাম,
কিন্তু এভাবে এড়ানো যে আমার ভূলের উৎপত্তি।
আবার পিছন-পা এসে যদি দেখি তাকে,
যদি এভাবে হয়ে যায় প্রেমের উৎপত্তি।।। ❤️