প্রচণ্ড কুয়াশার ভোর শেষে
     যখন এক ঝলক রোদ উঠতে থাকে ক্রমশ...!
          খোলা চুলের আয়েশা ঘরে ফিরে
              মক্তব থেকে আরবি পড়ে।
   হাতে রেহেল নিয়ে আঁকা-বাঁকা আল পেরিয়ে
     তার অঙ্গুলি স্পর্শ করে ব্রীহির শিশির কণা।
    নির্বাক চেয়ে থাকার মতো সুমধুর সেই দৃশ‍‍্য!
              
  কৃষাণীর মেয়ে ফসলের মাঠে বসে আচড়ায় চুল
  ষাটোর্ধ বৃদ্ধ নতজানু হয়ে করে সূর্যের সাথে সন্ধি!
  
       অগোচরে কারো শস‍‍্যক্ষেত্রের কাঁচালংকা;
        আধপাকা বড়ই আর লবনের সহযোগে    
      করতে থাকে এক বিশাল রন্ধন আয়োজন।


        চঞ্চলা কৃষাণীর মেয়ের সাথে থাকে
            ছন্নছাড়া বিশাল শিশুদের দল
    তারা নিয়মিত করে কোলাহল, হাস্যোল্লাস
    কোলে নিয়ে ঘুরে বেড়ায় সে ছোট্ট মেষশাবক।
          
     তাই দেখে দিশেহারা হয় শহুরে জওয়ান।
        আহ! মনের অজান্তেই প্রেমে পড়ে যায়
     কি রহস‍‍্যময় সেই এলো চুল আর মুচকি হাসি!
        যেন উর্বশী আশেককে কতল করে দাও!