আগে আমি ঈশ্বরকে ভালোবাসতাম
      ফজরের প্রথম প্রহরে আমি সাজিয়েছিলাম
                    নিজ কৈশোরকে;
       তৈলাক্ত চকচকে চর্ম সঁপেছি তার কাছে।


     ফোনে বুঁদ হওয়া তরুণদের পাশ কাটিয়ে
  আমি দাড়িয়েছিলাম গিয়ে সিজদার কাতারে।


        আগে আমি ঈশ্বরকে ভালোবাসতাম!
                 অতঃপর তুমি এলে!
         তোমার সৌন্দর্যে বিমোহিত হয়ে
             তোমাকে কিবলা বানালাম;
      তোমাতে রচেছিলাম পৃথিবীর যত উপমা!
  
      আজানের প্রতি ধ্বনির বিপরীতে হেটেঁ
      আমি গিয়েছি তোমার হৃদয় মসজিদে
       তুমি আমায় বলেছিলে ভালবাসবে!


   আলখাল্লা ছেড়ে একই পোশাকে এক হলাম
তোমার মাধূর্যতায় আমি ৫বার সিজদা দিতাম।


         উন্মাদ প্রেমিকের মতো বলেছিলাম
       " তুমি ছাড়া আমি রিক্ত, শূণ্য, অসহায়
      নবজাতক যেমন কূল হারা মাতৃ হীনা।
       বেদুইন যেমন দিশেহারা পথ হারিয়ে
                  আমি ঠিক তেমনি!"
      
           শ্রবণে! অতঃপর ঈশ্বর অসন্তুষ্ট হলেন!
                তোমাকে কেড়ে নিলেন!