সমস্ত অপেক্ষার ফজর পেরিয়ে বহু শতাব্দী পর
        ইবলিশ আমার কাছাকাছি এসে বললো,
                 আমি সলাত পড়ি কিনা?


     মসজিদ বিমুখ উন্মাদ তরুণের জীবনের গল্প
     বর্ডারের নিয়ন বাতিতে নিবু নিবু আলো স্বল্প


    আফগানি সুরা পানে ভুলক্রমে যদি লেগে যায়
     গোঁফ! জইফে তার ফতোয়া নাকি হারাম!
     হেমলক পানে সক্রেটিস কি পেয়েছিলো কভু
             জান্নাতি আফিমের আরাম?


   দ্বীনি বোনদের হারামে ডুবে থেকে আদায় রত
   সলাতের হিসাব ;হবে কোন দেশি বাটখাড়ায়?


  সালাত কাযার অজুহাতে সম্পর্কচ্ছেদের প্রস্তাব
          এই পাপ ঈশ্বর কিভাবে সইবেন!
   দ্বীনি ভাই বলুন! এর দায় আপনি কি বইবেন?


           ইন্নামাল আ’মালু বিন নিয়াহ
           নিয়‍‍্যতের  ইবাদত যার তরে
               সেই পাবে তাহারে
        কেউ নারী-রে কেউ বা ঈশ্বরে -রে।


আবারো ইবলিশ আমার কাছাকাছি এসে বললো,
             আমি সলাত পড়ি কিনা?
  আমি হাস্যোজ্জ্বল চোখে উত্তর দিলাম;পড়ি।
        অতঃপর ইবলিশ অসন্তুষ্ট হলেন।।