চারিদিকে হাহাকার,  রং হীন বসন্ত
      অন্ধকারে কৃষ্ণচূড়া,কলমি বাতাসে দুলছে    
        
            মায়ের সান্ত্বনা দেওয়া ভালোবাসা
            "খোকা বড় হয়ে হবে অফিসার"।
  রিটায়ার্ড বাবার এড়িয়ে যাওয়া মন মানসিকতা।
             ঢাবিতে চান্স টা পেয়ে গেলেই
             চাকরিটা নাকি কনফার্ম ছিলো।


  ক্ষুধার্ত পেটে ভালো লাগেনা পদ্মা সেতু,মেট্রোরেল
       ভালো লাগেনা উঠতি যৌবন কে নিয়ে করি
           শিল্পপতির ছেলের মতো জয়োল্লাশ;
        প্রণয়ের স্কেচে আঁকা যতো আয়োজন।
            
               এখন আর সাধ জাগে না
  টাউন হলের হিজাবী তরুণীর দিকে তাকিয়ে বলি,
        এই কাঠঁফাটা রোদে তুমি আনতে পারো
          এক পশলা  বৃষ্টি, হৃদয় আকাশ হতে।


          এখন আর কিছু ভালো লাগে না
       নিশ্চুপ ১৮ ঘণ্টা একাকী গাঁ সয়ে যায়
         শরীর মেনে নিয়েছে আজকাল সব
         মানেনি শুধু প্রিয়তমা,আর পুঁজিবাদ।