শাপলায় আবারো বাজবে দামামা
            শোকের নহে ;শুনো হে  বীরবল:
      লক্ষাধিক মোম নিভে যাবে গণজোয়ারে
       ছুটে পালাবে দিগ্বিদিক হায়েনার দল!


       ছেড়া আলখাল্লা,মলিন টুপি বসনে পড়িয়া
    সদলে জইনুদ্দিন সওয়ার হবে ভায়া জারিয়া


               তামাটে দাতেঁ হাসিয়া কহে:
     "খালি হাতে এসেছি সবে, ফিরবো হাসি মুখে"
          তুফানে যদি বাধ না ধরি শক্ত মুষ্ঠে;
              মরিয়া শান্তি খুজিব কোন সুখে।


              হও আগুয়ান, তরুণ জোয়ান
                    নিদ রেখোনা ভবে
       তুমি সত‍্য জেনেও কেন ঘরের কুনে রবে;
    
            পৃথিবীজুড়ে হবে ধিক্কার তুমি
             যৌবনে  না যাও যদি সমরে;
       কিংবা ধ্বংসের মুখোমুখি যখন পৃথিবী
     ভ্রমর হয়ে  বিচরণ করো যদি নারীর কাননে।