রিকশাওয়ালার ছেরা কিবা ঢাবিত চান্স পায়
    আর আমরাড/ ডিরে বেশি খাওয়াইয়া পিন্দায়া
   মাইনষের ঠেঙ্গের তলেই;ভাইসসা আর দেহেনা!


            খাওন কি আর কম খাওয়াইছি
  বাজারের বড় রউ মাছটা,বোয়াল কও আর আইর
        ফার্মের মুরগি বুলে গন্ধ হরে, গলাদা যানা!
      দেশি মুরগিই গিয়া আনছি, কইননাযে আর
        ওহনের পোলাপানের কি যে  ঠানামাণা!


    ফোকাসে গিয়া ভর্তি অইছে লাগছে দশহাজার
  থাকা খাওয়া বেকতা মিলাইয়া লাগছে ৫০হাজার
       তারপরও তো মনডারে বুঝাইতারবাম
           ছেড়াডা আমার ভাইসা দেহুক!


              মইত‍্যার ছেড়া ডাক্তার অইছে,
           কচুমড়লের নাতি বুলে বুয়েটে পড়ে
           এইতার কি কিছু আছে কইনছে?

    তার বাপের কতো শখ ছেড়ারে ঢাবিত পড়াইতো
         গুচ্ছ টুচ্ছর  নাম আবার হুনতারে না!
        খালি এক জপন ;ঢাবি, ঢাবি, আর ঢাবি।


     চান্স পাইছেনা দেইখ‍্যা /বাপে দু ছেড়ার লগে      
               ভলোমতোন রাওডাও করেনা।
কিযে এক মুছিবতে আছি কিবা বুঝাই আপনেরে।

বেহের ছেড়াই মানুষ অইলো আমারডা অইলোনা
   রিকশাওয়ালার ছেরা কিবা ঢাবিত চান্স পায়
          আমারডা আর ভাইসা দেখলোনা!
              টেহা কি আমি কম ঢালছি!


◆◆দ্রষ্টব‍্য: নেত্রকোনার আঞ্চলিক ভাষায় রচিত