এইযে ফজর, শেষ প্রহরে নিশ্চুপ হাটাঁহাটিঁ
অগণিত যুবক ঘুমিয়ে রয়েছে বিছায়ে শীতল পাটি


    নিদ নাহি চোখে মোর,  কুয়াশায় গৃহ ঘনঘোর
      
      ছাড়িয়া জাজিম, সফেদ টুঁপি পড়িয়া
              দেই যবে মৃদু দৌড়;
    ঘুমেসিক্ত কুকুরের দল ভাবে, জেগে উঠ সবে !
                দাও মিলে হানা,
  নিশিরাতে  পালিয়ে  যায় ঐ দেখো  গৃহচোর।


   ইট পাটকেল  লণ্ঠন যখনি যেথা হাতে পাই ভবে
    ধাওয়া দেই সজোরে, স্বভয়ে ওজু মাটি করে!
            
  নাছোড়বান্দা  ইতর প্রাণী! পথ ছাড়িবার নাহি দেয়
           জোর করি  এলাকার লাটসাব তুমি!
            
            তুমি সারমেয়! গৃহের দেহরক্ষী!
          তোমার যে রব, আমারোও সেই রব
     সেই বানিয়েছে তপ্ত রবি, মুক্ত বনের পক্ষি।
      
     যেতে দাও বন্ধু মোরে, হিসাব যে হবে হায়
        তুমি তো বেহিসিবী সুখী পালোয়ান,
    সময় যে আর বেশি নেই, ভোর হয়ে যায় যায়।