আমার শখ কোনদন্ডে মাপবে তুমি প্রিয়তমা?
          যৌবনের উদ্দীপনা আর খামখেয়ালি;
                 সেই কবে বিলীন হয়েছে,
               নেই একবিঘাও জমিজমা।


          শূণ্য পাকস্থলী হাহাকার করে রোজ
              মরিবার শখ তবু নাহি লাগে।
    পদ্মা সেতুর স্প‍্যানে কোনো এক তিমির রজনী
         তুমি আমি এক প্রহর জ্যোৎস্না উপভোগে ;
              কবির এ-এক বড় শখ জাগে।


   ভালোবাসার মধুচন্দ্রিমায় বুঝি টোল দিতে হবে?
    
    শীতল বায়ুর সংস্পর্শে চারিদিকে লাগিবে দোলা
     এলো চিকুরে মোহিত হবে গোলাপি কপোল;
                   হে আমার প্রিয়তমা।


   কে লিখিবে সেই মধুর লগন, হৃদয়ের খুনসুটি
হৃদয়ে লিখা যে স্বপন তার থাকে কি কভু ভুলত্রুটি।