আমি প্রেমে পড়লে ক্রমশ হবো নিঃস্ব, রিক্ত, শূণ‍্য
             অন‍‍্যেরা তো আরো মাংসল হয়,
               ধীরে ধীরে স্মার্ট হয়ে উঠে,
               তৃপ্ত প্রেমে স্বাস্থ্য নাকি হয় চাঙা!
      অগোছালো শার্টে শান দেয় আয়রণের!
     দায়বদ্ধতা থাকে প্রেয়সীর নিকটে বরাবর।


তরুণীর কথা ভাবলে আমার শরীর ক্রমশ মুমূর্ষু হয়
       হালকা শরীর ধীরে ধীরে হয় সংকুচিত!
              চুলগুলো হয় অগোছালো,
         চিন্তিত, সদা পেরেশান অভিমুখী।


আমার হৃদয়ের শূন্যতা আজো এক তরুণীর দিকে
যার শীতল স্পর্শ পেলে আমি হারাবো পৃথিবীতে
    
          যে নির্ঘুম রাত্রি শেষে এসে বলবে,
             উঠুন,ফজরের সময় হয়েছে!
              শুকতারা দেখি চলুন দুজনে!
  
  আমি আবারো হারাবো সোমেশ্বরীর সবুজ অরণ‍্যে
         কিংবা ভুল করে ক্রস করে ফেলবো
                      ইন্ডিয়ান বর্ডার!
   সুরভীকে নিয়ে পালিয়ে যাবো হাতের আঙুল ধরে
    প্রেমময় ইস্তাম্বুল কিংবা  আজাদ কাশ্মীরে!