মন যদি নাহি দিবে
খোঁপার গোলাপটি দিও মোরে
হৃদয় পিরামিডে সযত্নে রাখিব কয়েকশত বছর!


লোকে চায় কাজলিয়া চোখ
এক সমুদ্র ভালোবাসার সুখ
আমি চাই কপোলের সেই তিল
প্রিয়তমা, দেবে কি মোরে?


মন যদি নাহি দিবে
খোঁপার গোলাপটি দিও মোরে।


নিজ বস্তু পরকে দিতে চায় কে সহ সায়
লজ্জায় বুঝি সংকোচে গাল রক্তিম হলো হায়।


তাও যদি না পারো
দিও একখানা  ভালোবেসে 'শবনম'
বেশ হবে!
কেতাবের কাছে নিতান্তই তুচ্ছ হবে প্রিয়তমা!