হঠাৎ যদি আসিয়া দাড়ায় নবীজি মোর দাওয়ায়
            উম্মত বলিয়া সহসা সুধায়
              কি জবাব দিবো আমি
   রত থাকিযে ভোর নিশি / হাসি ও মজায়!
    
            পরনে যদি থাকে ভিন্ন বেশ
           প্রেয়সীর খোলা  এলোকেশ;
          সন্তান থাকিবে  ফোনে মজে,
            পশ্চিমের রঙিন ফ্রেমে।
যদি নবীজি আসিয়া দাড়ায় / আমার দাওয়ায়
                 কি বলিবো তবে!
              
  রত থাকিবে প্রিয়তমা মোর হিন্দি গানে সবে            
      অট্টহাসে পড়বে খুলে  হায়া বসন নুয়ে
  নামাজ রোজা শেষ পড়েছি সেইযে কোন কবে
       কি জবার দিবো আমি তার কাছে ভবে।

     যার কারণে পাথর নিল মেশক ভরা গায়ে
      ছাড়িলো প্রিয় মাতৃভূমি অশ্রুসিক্ত হয়ে
চরণে বাধিলো জমাট রক্ত  নববী পাদুকা তলে


           কি উপায়ে তাহার উম্মত হইয়া
                 বেদ্বীন হলাম সবে;
   যদি নবীজি আসিয়া দাড়ায়/আমার দাওয়ায়
                 কি বলিবো  তবে।