মদিনার ধূলিকণা যুবক যদি হতি
         পাদুকায় লাগাতো মরূর অধিপতি
        
     হেটে যেতেন শবে বরাতে মসজিদুল হারাম
কদমে পেতাম সুঘ্রাণ কস্তুরি আর মেশক জাফরান!

বিভোর হতাম সেরা জীব থেকে জড়বস্তুর বি/বর্তনে
          হাস্যোজ্জ্বল চোখে ভুলে যেতাম
  
   প্রিয়তমার কথা,স্বপ্নের জাল বুননের কথা              
  যৌবনের আহাজারি যা ছিলো হৃদয় কর্তনে।
      
       নাসিহাহ তো রাতভোর, উত্তম কে?

মনুষ্যত্ব পাইয়া নাফরমানী দরুণ নিয়েছে যে পশুত্ব?  
চিন্তাবিহীন ধূলিকণা সুখনিদ্রায় রত হয়ে করে মহত্ত্ব!


    সেই হবে সফল, নকলের ভাই আসল যবে
             চিনিতে পারিলো খেয়ালে,
                  সে বিনা ভবে ;
  মরিচীকা ভেবে উকি দেয় দেয়াল থেকে দেয়ালে।