আমি সেই তরুণীর ভালোবাসা পেয়েছি
     মোনালিসার হাসি যার কাছে নিতান্তই তুচ্ছ;
            যার সৌন্দর্যে উদ্বেলিত হয়ে,
     ভূমধ‍্যসাগর পাড়ি দিবে কয়েকশ রণতরী
   লেগে যেতে পারে ট্রয়ের মতো বিশাল মহা যুদ্ধ।
          
         বিপ্লবীর পাষাণ হৃদয়ে এক তরুণী
            রেখেছিলো তার সুগন্ধি রুমাল।        
        বলেছিলাম,পারবেন এই শুষ্ক সাইমুমে
                   ফুল ফোটাতে?
     তরুণী ছিলো মৌন,অনেকটা মূঢ়; বেসামাল।
                        
         সোমেশ্বরীর উত্তাল ঢেউয়ে যে নাবিক      
               ভাসিয়েছিলো তার ডিঙা,
                আমি তাহারি কর্ণধার!
     আমি তাহারি ঢেউয়ে খুঁজি রোজ আপনাকে।


     তরুণীর রক্তিম কপোল ঠিক লালচন্দন যেনো
        ইচ্ছে ছিলো তুলে রাখি  সেই পরিদৃশ‍‍্য
          কোনো এক শিল্পীর আঁকা তুলিতে
          কভু যেন মন না চায় তাহারে ভুলিতে।