ঈশ্বর অসন্তুষ্ট হবে জেনেও
নিয়ম ভেঙ্গে  আমি আপনার চোখে চোখ রেখেছি!
     প্রচণ্ড কুয়াশার বুক চিরে দেখতে গিয়েছি
    আপনি প্রত্যুষে কিভাবে হাঁটাহাঁটি করেন।
বেলকনিতে দাড়িয়ে চুলে রোদের আলো লাগান!


    প্রেমের পরশ পেলে মিথ্যার ফুল ঝুড়ি ছড়ায়
                   নিষ্পাপ যুবক;
   চোখে মুখে থাকে তার একরাশ সন্দেহ
              ক্রমশ লুকানোর ছাপ!
      
       সন্ধ্যার আগে বাড়ি ফেরা হতো যার,
  সেও অবলীলায় বলে, আসতে দেরি হবে আজ!
             কোনো এক বন্ধুর জন্মদিন!
তরুণীর হাসির মায়ায় কেটে যায় রাত্রির তিন প্রহর।


       সব পাখি ঘরে ফিরে, দিনশেষে সন্ধ্যায়
      
     প্রযুক্তির বাইরে গিয়ে আমি থাকি অপেক্ষায়  
    একখানা চিঠি কেউ লিখুক! বানান ভুল হোক!
  ঠিকানাবিহীন; তারপরও কেউ একজন লিখুক!