মেট্রিকের শুরুতে প্রণয়টা যদি হয়ে যেতো
    আমাকে আজ তৃতীয় বিশ্বযুদ্ধে লড়তে হতো না!
      
       জেনেশুনে হীরাখচিত দুষ্প্রাপ্য কোহিনুর
          তুলে দিতে হতোনা হায়েনার দলকে!


   চারিদিকে উঠতি যৌবন, স্পর্ধায় লাফাতো চিবুক
     পুজিঁবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কবি বলতো,
       " এবার এক এলোকেশী জোৎস্না মাখুক "!


     বইমেলা থেকে বাতিঘর, নীলক্ষেত পেরিয়ে
    ফুলের মুকুটে সজ্জিত এক রমণী হেটে যেতো
           লাইসেন্সবিহীন  কবির হাত ধরে!
      দিনশেষে শীতল চক্ষু নিয়ে বাড়ি ফেরতো
                 উদাসীন এক যুবক!


    আঠারোর আগেই সুরভীর হাসিটা কাছে পেলে
      আজ আমাকে কবিতা লিখতে হতো না!
    
       স্রোতে গা ভাসিয়ে আমিও হয়ে যেতাম    
        ব্রিটিশ সাম্রাজ্যের নামধারী লাটসাহেব।


     তারপরও অপেক্ষা শুধু সুরভীর, একপ্রহর
   জোৎস্না কাটানোর, এক রুদ্দুর বৃষ্টিতে ভেজার।