আমি চাই কেউ আসুক নিরবে নিভৃতে
কিংবা ভীষণ তুমুল ভেঙ্গেচূড়ে হৃদয়ের খেলাঘরে;
               আচমকা না জানিয়ে।
  
    শুষ্ক মরুভূমিতে  নিয়ে আসুক নায়াগ্রা জলপ্রপাত
          জলোচ্ছ্বাসে  প্লাবিত হোক মৃত সাগর  
        আজ হোক বা কাল, তবুও কেউ আসুক!


কৈশোরের চঞ্চলতা অপেক্ষায় থাকেনা কভু বসন্তের
            নফস বুঝেনা পৃথিবীর ব‍্যাকরণ
  আজন্ম কারাবদ্ধ কয়েদি ফেলে বুকফাটা দীর্ঘশ্বাস;
          কবে ছুটি হবে? কবে কেউ আসবে?
            কবে দেখা হবে নতুন সুর্যোদয়?
     কবে দেখা পাবো খুশবুমাখানো এলোকেশ!
      
ফরিয়াদ তবে এক হোক! আগমনী গান বেজে উঠুক
           ফসলের মাঠ ভরে উঠুক,
         সুর তুলোক আবারো ডাহুক
             তবুও কেউ আসুক!
                  
        দেরি হোক! তৃতীয় বিশ্বযুদ্ধ হয়ে যাক!
বুকের উপর সুগন্ধি রুমাল রেখে কেউ গল্প করুক
                সুনীলের বরুণার মতো!
           তবুও অন্ততপক্ষে কেউ আসুক।