তোমার জন‍‍্যে শ্মশানের কৃষ্ণচূড়া গুলো
আজোও সতেজ রয়েছে প্রিয়তমা!


কদমতলার পাদদেশে দাড়িয়ে সহাস‍‍্যবদনে একগুচ্ছ ছবি হবে হৃদয়ের ফ্রেমে,
কর্দমাক্ত সুসঙ্গের রাজপথে বন্ধ থাকে ট্রাক চলাচল।


কলেজের বারান্দা ভরপুর হাসৌজ্জ্বল তরুণ- তরুণী
কদমতলায় খুনশুটি ছড়াচ্ছে হিজাবী মেয়েরা।


তারা মিয়া ছুটছে তার দাতব্য মন নিয়ে
শোষিতের ঘরে রানারের গতিতে
পুজিঁবাদীদের মনে মনুষ্যত্ব জাগাতে;   প্রিয়তমা!
সবাই দিগ্বিদিক ছুটছে কাজে কিংবা
অকাজের নেশায়।


আর আমি
বসন্তের সুঘ্রাণ পাশ দিয়ে চলে গেলেও;
তোমার সাথে
একপ্রহর জোৎস্না কাটানোর অপেক্ষায় থাকি
একরোদ্দুর  স্বদলে বৃষ্টিতে ভিজার, প্রিয়তমা!    


তাড়াতাড়ি চলে এসো লকডাউনের আগেই!
হৃদয়ের ক্ষতটা আবারো চিনচিন করছে ইদানিং ;
হঠাৎ করেই আচমকা।