তুমি বরং বৃষ্টিস্নাত কোন এক বিকেলে এসো
      তীব্র তাপদাহে গাল দুটি রোদে পুড়োক
                 আমি তা চাই নে!


      তুমি বরং খোপাবিহীন এলোচুলে এসো
       শশ্মানের কৃষ্ণচূড়ার নিচে সহাস‍‍্যবদনে
            মাথায় থাকবে ফুলের মুকুট!
  স্ট্রবেরি কালারের লিপস্টিকের নিচে মুচকি হাসি
          ব‍্যস! আমি  প্রেম পড়ে যাবো!
            
        তুমি বরং সাদা জামদানি পড়ে এসো
         নীল হলুদ তো সবারই পছন্দের
কর্ণে দুলবে একগুচ্ছ কদম কিংবা শুভ্র কাঠগোলাপ!
  দৃশ্যপট দেখে, হঠাৎ দিশেহারা কবি হয়ে যাবো!


বিরক্ত হচ্ছো! তুমি বরং দুর ছাই! শুধু তুমি এসো!
    যেভাবে মনে চায় সিম্পল সেভাবেই  আসো!
      আমি নাহয় হৃদয়ের স্কেচে ইচ্ছেমতো
      সাজিয়ে নেবো এলোকেশী সুরভীকে!


               তুমি বরং! শুধু তুমি!
                   শুধু তুমি এসো!
           পূর্ণ করো কবিতার শেষলাইন।