গোল এই পৃথিবীর চত্বরে মনেরি অজান্তে
             হয়ত দেখা হয় কিংবা না
           অজানা,অপরিচিত এক আগন্তুক
     গোছাবে এসে, কবির অগোছালো এই জীবন
         শেষ রাত্রিতে এসে বলবে;  প্রিয়,উঠুন!
            নিশ্চয়ই ঘুম হইতে সলাত উত্তম!
              
               সাধ জাগে দেখি তারে
        যারে সপিবে একদিন ঈশ্বর মোরে

        সেও কি খোলা চুল তপ্ত  রোদে মেলে!
কুয়াশায় তার খালি পদতলে কি ঘাস দোলা খেলে?      
        
           তারও কি  সিজদায় নির্ঘুম ফজরে
                  অপেক্ষার অশ্রু ঝড়ে!
  সে কি এলোচুলে বেণি বাঁধার অপচেষ্টা চালায়?


সেও কি ঘোর অমাবস‍‍্যায় জানালার দিকে তাকিয়ে
       গৃহত‍্যাগী জ্যোৎস্নার সন্ধান করেন?
  
          মাঝেমধ্যে  বড্ড জানতে ইচ্ছে করে


    বাহ্যিক মৌন, অন্তরে সদা থাকিবে চঞ্চল ভাব
      ঈশ্বর,সেই তরুণী হয় যেন আমার বিবিসাব


         যার সব সৌন্দর্য  এস ছায়া ফেলিবে
             এই কবির হৃদয়মন্দিরে।
        
  যেন কালো কাফতানের নিচে লুকানো
          কওমী মেয়েদের মায়াবী চোখ!
       আসুক সে! যার মধ‍্যে প্রচ্ছন্ন আছে
                আমার দুঃখ -সুখ!