সুরভী,জানতে ইচ্ছে করে,
তিমিরের জ্যোৎস্না যখন আসমান বেয়ে জমিনে নামে, তখন কি তোমার এলো চুল বেয়ে
জ্যোৎস্না গায়ে মাখে না?


কাঠ ফাটা রোদের পর শুষ্ক মরুভূমিতে যখন নামে স্বস্তির বৃষ্টি,
তখন কি তুমি  শিলা দানা সংগ্রহ করতে খালি পায়ে জমিনে নামিয়া যাও?


জানতে ইচ্ছে করে,
করকাদের ছন্দঃপতন সঙ্গে তাল মিলিয়ে তোমার  কি একবারও নাচতে মন চায়না?


জানতে ইচ্ছে করে,
ঘোর অমাবস‍‍্যায় সুন্দর পৃথিবী যখন নিরবে কাঁদে, আপনি তখন কি করেন?


ড্রেজারের ট্রাকগুলো সহ সায় বিরক্ত করছে ইদানীং!
মৃত্যুশয‍্যায় অপেক্ষায় যাত্রীরা যখন প্রহর গুণে
কবে স্বাভাবিক হবে এই যান চলাচল!


জানতে ইচ্ছে করে,
তখন তীব্র তাপদাহে আপনার গালগুলো কি ক্ষোভে  রক্তিম হয়না! গোলাপি আভা কি ফুটিয়া রয়না?


আপনার সৌন্দর্যের এই রূপখানি দেখতে বড্ড  ইচ্ছে করছে প্রিয়তমা।