তুমি ছাড়া শূণ্য বাংলা বিভাগ
             সাহিত্য সমগ্র সব রসকষহীন!
কৃষ্ণপক্ষের শেষ নিশিথে গিয়াছ চলি সব ফেলিয়া!
          আসিয়া ছিলা তবে কিসের লাগিয়া?


               গেরুয়া বর্ণের জবা গুলো
   আর প্রস্ফুটিত হইবেনা ক‍্যাম্পাসে প্রিয়তমা
        কিসের আশায় চলিয়া গেলা পরী!
      
            চেয়ে দেখো তোমার শূন্যতায়
      নিখোঁজ বিজ্ঞপ্তিতে ছেয়ে গেছে কলেজ রোড
    ফুচকার দোকানগুলি নিস্তেজ, কাস্টমারবিহীন!


            শহরের পিরিতি কি খুব মজা!
       সেখানেও কি আমার থেকে মস্ত বড়
     কোনো কবি তোমাকে রোজ কবিতা শুনায়?


তাহার কবিতা কি তোমারে আমারথোন বেশি টানে!

তুমি হীনা আমি সাহারার বুকে এক পথহারা বেদুইন
        ভূমধ‍্যসাগরের কূলে দিশেহারা এক নাবিক