কল্পনার কল্প রাজ্যে আমি
কল্পনায় তুমি আরো সুন্দর
কিছুটা অস্পষ্ট
অন্তত কোনান ডয়েলের
জঘন্য নববধূ নও।
সাদা নয়, লাল
প্রদীপ শিখার মতো
জ্বলজ্বল করতে থাকা বেনারসী
অস্পষ্টতার মাঝেও তীক্ষ্ণ
এক জোড়া মায়াবিনী চোখ,
আর আমি জোনাক পোকা।


আগুনের লেলিহান শিখায়
কামুক হয়ে উঠি
নিজেকে ঝলসে নেয়ার জন্য
তোমাকে বরণ করার জন্য
পরাজিত হয়েও তাই আমিই জয়ী।


আর তখন শুরু হয়
যুদ্ধের ডামাডোল
আর দুই জোড়া হাত
ঝাপিয়ে পড়ে যুদ্ধের ময়দানে।
ক্ষত বিক্ষত করে একে অপরকে।


ওরা থামে না
আগুনের প্রহেলিকা
জোনাককে উন্মত্ত করে রাখে।
আর জোনাক,
ঝালিয়ে নেয় নিজেকে বারংবার
ততোক্ষণ,  যতোক্ষণ উত্তাপ
থেকে যায় আগুনের।
যতোক্ষণ সূর্যটা খেলা করে
দু চোখের পাতার ওপর।


রাত কেটে যায়, সকাল হয়
আর সেই সাথে আলোদের লুটোপুটি খেলা
দু চোখের পাতায়
আর তাই কল্পনায়
তুমি আসো,  আগুন হয়ে
লাল বেনারসী শাড়িতে
সে তুমি অনেক সুন্দর, অনেক।