#ডিপ্রেশনের_দাবানলে
#শাওন_মল্লিক
#কাব্যগ্রন্থ_আমি......…?
বাবার বকুনি আর মায়ের কথা না শুনে....
যুগের মন্দ হাওয়ায় গা ভাসিয়ে;
যৌবনের উন্মত্বতায় আর....
উচশৃঙ্খলতায় জীবন হয়নি....
গড়া কোন সফলতায়।
শৈশব  কৈশর ও যৌবনে....
বুনা নানান স্বপেনর জাল...
গুনে গুনে হয়নি পূরন,
জীবন ভরে গেছে মিথ্যা জঞ্জাল;
নারী ও মাদকের নেশায় মত্ত হয়ে,
টাকার পিছে ঘুরে জীবন...
সরে গেছে জীবন থেকে দুরে বহু দুরে।
জীবনের অর্থ কি তা ভুলে গিয়েছি...
অনেক আগে জীবনের....
হিসাব নিকাশ মেলেনা...
কোন যোগ-বিয়োগে;
কালের যাত্রার ধ্বনি.....
শুনিতে পায় শেষ বেলার গানে....
পৃথিবীর রুপ-রস-গন্ধ আর ভালো লাগেনা মনে।