#অপমান
#শাওন মল্লিক
#কাব্যগ্রন্থ_আমি....…?
উফ খুব যন্ত্রনা হচ্ছে বুকের বাম পাশটাতে,
শুনেছি....
এখানে হৃদয় নামের কিছু একটার বসবাস...
কিন্তু এত যন্ত্রনা কেন এই পাশটাতে।
কি অদ্ভুত ব্যাপার...
কোথাও ব্যাথার চিহ্ন পর্যন্ত নেই,
শুধু অনুভবের কষ্ট,
কাউকে দেখাতেও পারছি না,
নিজের সহ্য করার ক্ষমতাও হ্রাস পাচ্ছে।
এভাবে চলতে থাকলে মৃত্যু অনিবার্য।
রক্তে মাংসে গড়া দেহটাতে...
এই হৃদয় নামের বস্তুটি কি দিয়ে তৈরী?
এর আঘাত এত বিমুর্ষ কেন?
এর নিশ্চুপভাবে জ্বলে যাওয়ার আগুন..
এত বেশী হিংস্র কেন?
ক্রমশেই নিজেকে শেষ কের দিচ্ছে।
কাউকে কিছু বলতেও চায় না,
শুনেছি!...
চিকিংসা বিজ্ঞানেও নাকি...
এর কোন চিকিৎসা নেই।
তাহলে কি পৃথিবীতে...
যে মরন ব্যাধিগুলো আছে...
এগুলোর থেকেও মারাত্মক…?
এই হৃদয় নামক ব্যাধি টার।
কলংকিত এই হৃদয় আমার...
আরেকটি বার ভালোবাসতে চায়,
অপমানজনিত  জীবনে আমার....
আরেকটিবার সম্মান খুজে পেতে.....