বেঁচে থাকার একটা মানে থাকা খুব দরকার।
হাজার প্রশ্নের উত্তর নিমিষে দিতে পেরেছি,
কিন্তু-
"কেন বেঁচে আছি?"
এ প্রশ্নের উত্তর দিতে পারিনি।
সত্যি তো, কেন বেঁচে আছি?


আমার মনে হয়, কিছু বিরল মুহূর্তের জন্য
বেঁচে আছি আমি।
আবারো তার সাথে ঝুম বৃষ্টিতে ভিজবো বলে বেঁচে আছি,
আরো কিছু পথ শিশুর পাশে বসে গল্প করার
জন্যই বেঁচে আছি,
খুব মন খারাপের দিনে নিশ্চুপে
ঘুরে বেড়াবো, তাই বেঁচে আছি হয়তো।


আমার পৃথিবী,
আমাদের মতো করে সাজানোর জন্যই
বেঁচে আছি আমি,
বোধহয়- আরো কিছু লাঞ্ছনা, অপমান উপহার
পাওয়ার জন্য বেঁচে আছি।


তবে,
বেঁচে থাকার আনন্দটা সত্যি অসাধারণ!
রাত পোহালে সাময়িক মৃত্যু কে ছুটি
দিয়ে জেগে উঠে সূর্যোদয় দেখা....
সত্যিই নয়নাভিরাম!