অভিমানের নীরব আত্নহুতির সশব্দ
ক্রন্দনে,সুখ ছিলো যত- হলো চুরমার
তার অবুঝ অঙ্গনে।
ভুল বুঝে তার ভিজেছে দুচোখ
মনের মাঝেও সব,
অবিশ্বাসের কালো মেঘেরা ছুঁয়েছে আকাশ,
তাই করছে মহোৎসব।


আমি হেরেছি নিজের কাছেই বোঝাতে পারিনি বলে,
ভালোবাসা মোর ভুল ছিলো নাকো,
দাম- দিয়েছি অশ্রুজলে।
আছি পাহারায়,অপলক তাই প্রিয়জার পথ পানে,
যে পথে তাহার পদচিহ্ন,
এক মুঠো সুখ বয়ে আনে মনে।