বদ্ধ কপাটে আবৃত শীততাপ নিয়ন্ত্রিত
চৌচক্রযান এ বসে দেখি রাতের আবহ,
এলইডি বাতির আলোয় এ শহরটা পালটে
গেছে খুব!
আমি দেখিনা আর সোডিয়ামের হলুদ
আলোর ভিড়ে- হাতে হাত রাখা বন্দী
প্রেমিক যুগল, আমি দেখিনা আর কর্কট
সুগন্ধি মাখা অপেক্ষারত পতিতার দল।
মুছে গিয়েছে সবকটি দেয়ালের স্মৃতিবিজড়িত
ভালোবাসার দাগ, মুছে গিয়েছে আমাদের
হাসিতে মুখরিত আড্ডার ঠিকানা।
মুছে যাক আরো কিছু স্মৃতি,আরো কিছু
অভিমান। আমি মেনে নিয়েছি সব-
তাই চাইনা কো প্রতিদান!