শ্রাবণের স্নিগ্ধ ধারায় স্নান করে
প্রকৃতি কি নির্মল, অপরূপ সাজে সেজেছে।
আর আমাদের পাপে তা কলুষিত হয় বারবার।


শত সহস্র বিপ্লবী দেশটাকে গড়ার জন্য
সবকিছুর মায়া ত্যাগ করে প্রস্তুত আত্ননিবেদনে।
আমরা তাদের সমর্থন না দিয়ে করি উপহাস।


মামা-চাচাদের ডিজিটাল যুগে
যোগ্য লোককে আর পাই না খুঁজে।
তবুও মোরা সব সহ্য করি, করি না কোনো প্রতিবাদ।


পরের জিনিস নিয়ে করি মাতামাতি
নিজের জিনিস করে অবহেলা ।
আখরে তার কত ক্ষতি তা ভাবি না একবার ও।


উপকারীকে চিনি না মোরা, তারে করি দংশন।
পরকে আপন ভেবে নিজেও হই সারা ।
শুধু সমালোচনাই করি মোরা, চাই না কোন সমাধান...।