তোমার স্পর্শেই যে ভালবাসা,
প্রতিটি শিরা উপশিরায় ছড়িয়ে পড়েছিল,
হৃৎস্পন্দন দ্রুততর হয়েছিল,
আর পারিপাশ্বিকে নেমেছিল নিস্তব্ধতা।
তাকে কিভাবে উপেক্ষা করব,
শিখিয়ে দিয়ে গেলে না।
হয়ত শিখে নেব, নেত্র কোণায় জল জমবে না আর
সময়ের সাথে হয়ত রৌদ্রজ্জ্বল কৃত্রিম হাসিটা ও প্রস্পুটিত হবে,
মনে করো না ওটা জীবন উৎফুল্লো হাসি।
ওটা আমার পক্ষপাতশূন্য নিয়তি মাএ ।