ভুল করনা,ভুল করনা,করোনা আছে দেশে,
এই করোনায় নিয়ে যাবে, জীবন হেসে হেসে।
কার কাছে যে সেই করোনা,ঘুরে ফিরে আসবে,
নির্দয়েরী মত তোমায়,অনেক ভালোবাসবে।
কত শত জীবন নিল,তাহার ভালোবাসায়
তার পরেও অনেক মানুষ,বেঁচে থাকে আশায়।
বাঁচতে হলে চলতে হবে,সাস্থ্য বিধি মেনে,
সেই নিয়মটা না জানলে,এখনই নেও জেনে।
জন সমগম এড়িয়ে যাবে,কসুম গরম পানি খাবে,
ঘরের মধ্য থাকতে হবে...........
ধুতে হবে ভালো করে,তোমার দুটি হাত,
বাহির হলে পরতে হবে, তোমার মুখের মাক্স।
অযথাই কারও গায়ে,করবে না স্পর্স।
চলার পথে তুমি থেকো,খুবই সতর্ক।
এই করোনা দেখিয়ে দিল,অনেক অনেক নীতি,
হবে কি আর সেই করোনার,একেবারেই ইতি।
নিজে বাঁচ,সমাজ বাঁচাও,বাঁচবে তোমার দেশ।
এই নিয়মে বাঁচতে পারে,আমার বাংলাদেশ।