সবাই বলে কবি কবি,আমি যে এক অধম ছবি।
ছবিতে যে সবাই ভালো,লাগছে মনে আধার কালো।
ভাঙবে যখন মনের তালা,ছুটবে পিছু বিষম জ্বালা।
মারবো যখন অশ্রু তীরে,বুঝবে তখন সাধ্য কিরে।
মন যে তুমার কষ্টে গিরে,রাখবে শুধুই দূরে ঠেলে।
দেহ শুধুই দেখিস তুরা,মন যে দেখে সেইতো নুরা।
মন ভেংগেছে কষ্টে পেয়ে,কি হবে আর সেথায় চেয়ে।
বুঝবে তখন মনের ভুলে,আপন ভেবে নিবো তুলে।