সৃতির পাতা মুছবে এবার,তোমার যত সৃতি
এখন তুমি বুজবে আমার মনের অনুভুতি
কত শত চেষ্টা আমার, ছিল তোমার তরে,
তুমি শুধুই দিলে ধোঁকা, বুজলাম অনেক পরে।
কত দুঃখ কত কষ্ট, দিলে পরান ভরে,
কি অপরাধ ছিল আমার,মনযে পুড়ে মরে।
চলার পথে করলে কেনো, এত চালাকিতি
আমি শুধুই মেনে নিতাম,তোমার মান-মিনতি।
মনের দেয়াল ভেঙে দিয়ে,কেটে দিলাম খাল
সরলতায় হাত বাড়িয়ে,পেলাম ধ্রুবজাল।
সহজ করে বললে তুমি,সবই নিতাম মেনে,
তার পরেও কেনো তুমি মিথ্যাটাকেই নিলে।
এমন কেনো করলে বল, কি ছিলো মোর দোষ,
তোমার ভালোবাসায় আমার, একটু ছিলনা হুশ।
তারপরেও ভালোবাসায়, হাত বাড়িয়ে দিলাম
মনের যত দুঃখ কষ্ট, মনেই গেঁথে নিলাম।
এর পরেও চলনাতে হাড়িয়ে গেলে তুমি
এখন আমার নিজের মনটা, নিজেই বুজে চলি।