তুমি বুলবুলির সুর চুরি করতে পারো,
তুমি বাতাসের লহরী চুরি করতে পারো,
ফুলের সুবাস, মাটির অঘ্রান,
সূর্যের সোনালী ছটা, শরতের কাশ ফুল,
সব চুরি করতে পারো-
কিন্তু আমার এই মনটাকে কখনো স্পর্শও করতে পারবে না,
আমি বড় সামলে রেখেছি এই চটুল মনটাকে
পাঁজরের ভেতরে, শেঁকলে বাঁধা।


আমাকে দেখে যতই তুমি মুক্তো ঝরা হাসো (অথবা রূপসার মতো মুচকি)
অথবা অভিমান করে কটাক্ষে তাকাও (যদিও শেল বিঁধবে প্রাণে),
যতই তুমি পাতার পর পাতা
লিখে পাঠাও ভালোবাসার কবিতা,
অথবা ভেলেন্টাইন'স ডে তে পাঠিয়ে দাও বাগানের লাল গোলাপ
আমি যে ভুলবার নই কিছুতেই-


না, এমন নয় যে আমি ভালোবাসা চাই না;
এমনটাও নয় যে তোমাকে ভালোবাসা যায় না,
আসলে আমি যে আগেই ভালোবেসে ফেলেছি
অন্য কাওকে ।