বহ্নিশিখা তুমি কেবল নারী নও, নও কেবল সৃষ্টিকার
তুমি নও শুধু আকাঙ্খা, অথবা কেবল দৃষ্টিসুধা
তুমি আমার সমস্ত স্বত্বায় প্রবাহমান জ্বলন্ত লাভা-
আমাকে উত্তপ্ত রাখো প্রতি মুহূর্তে ।


আবর্তনের সময় তোমার শরীর যখন জেগে ওঠে  
আমার হৃদপিন্ডে তখন উঠে জোয়ার,
আমি লাট্টুর মতো ঘুরতে থাকি
তোমার নাভি -নিম্ন সমতলে;
আমাকে চুম্বকের মতো
টেনে ধরে রাখো আবর্তী হাওয়ায় -
আমি খেই হারাই,
খেই হারাই, খেই হারাই, খেই হারাই………