[আজ হঠাৎ পুরোনো একটা ডাইরি আবিষ্কার করলাম, পুরোনো বই-খাতার মাঝে.... এই লেখাটা খুঁজে পেলাম... প্রায় ১৫ বছর আগেকার লেখা.....]


কি সুন্দর জোছনা ভরা রাত,
ডালে-ডালে, পাতায়-পাতায় মৃদু মিষ্টি হওয়ার দোলা লাগছে;
ধরে দুজনে দুজনার হাত আকাশ পানে চেয়ে ভাবছি,-
শিশির ভেঁজা ঘাসে বসে।


দূর আকাশে মেঘরাশি
উড়ে যায় কোন ভোরের সন্ধানে
বৃষ্টি হয়ে ঝরতে চায় এই পৃথিবীর বুকে
কোন বা অনাবিল আনন্দ বানে!


চারদিক নিঝুম, নিঃশব্দ-স্তব্ধ,
কেবল লুকিয়ে কোথায় ঝিঁঝিঁর দল ডাকছে,
আর মাঝে মাঝে শোনা যায় দূরে
কোথায় যেন কোন মন্দিরের ঘন্টা অবিরাম বাজছে।


অপূর্ব এক অনুভূতির স্পন্দন
হৃদয়ের কোনো এক কোনে ধ্বনিত হয়
প্রতিনিয়ত;-
আর আমি কম্পিত স্পন্দিত হতে থাকি নিদারুন।


অদ্ভুত আনন্দ শিহরণ জাগছে মনে
দুটো মুক্ত মন যেন প্রেমের জোয়ারে ভাসছে;
কি সুন্দর জোছনা ভরা রাত,
ডালে-ডালে, পাতায়-পাতায় মৃদু মিষ্টি হওয়ার দোলা লাগছে ।