এক একটি রাত কাটে যেন অসীম শুন্যতায়,
ঘরের চৌহদ্দির বাইরের ওই অমাবস্যার রাতের মতো
স্মৃতিগুলো সব কুরে কুরে খাচ্ছে আমায়
তুমিও প্রতিনিয়ত আহত করছো শীতল তীক্ষনতায়;


তোমার কি হৃদয় নেই? নেই কোনো মায়া মমতা?
আমার ক্ষয়িষ্ণু সত্তায় তোমার এতটুকু পরশের বদলে
(নানাহ) অভিযোগের আঙ্গুল তুলছো!
তুমি কেমন করে মুখ ফিরিয়ে নিলে অবলীলায়!


কোনো ক্ষোভ নেই, কেবল ব্যথাতুরা হৃদয়
ভেজা চিমনির মতো ফাঁটছে;
ইচ্ছে হলে সঞ্চয় করে রাখতে পারো
নয়তো অনুগ্রহ করে আস্তাকুঁড়ে ফেলে দিও, ভাঙ্গা টুকরোগুলো।