[কাওকে ভালোবাসলে সবসময় বলতেই হবে  
এমন কোনো কথা নেই;
সে এক মনের খোরাক, আর তার তাগিদেই
কত ভালোলাগা, কত ভালোবাসা;-
ভালোবাসার কথা সব সময়, সব জায়গায়, বলা যায়না-
বলার মানেও হয় না।
প্রয়োজনই বা কি আছে তার?
নিরিবে নিঃশ্চুপে ভাবনাটাকে উপভোগ করাতেও পরম তৃপ্তি।]



আজকাল প্রায়শই বদলায় আমার ভালোবাসার ধারাপাত
জানা অজানায়, মানা না মানায়
কখন যে ভালোবেসে ফেলেছি তোমায়
বুঝতেই পারিনি-
ভালোবাসি তোমায়, খু..উব খু..উব  বেশি ভালোবাসি;
তবু নিঃশ্চুপ, নেই কোনো কওয়া বলা-
নির্নিমেষ দেখে যাই সুযোগ পেলেই,
রন্ধ্রে রন্ধ্রে ভালোবাসা ভালোবাসা খেলা;
নিতান্তই সহজ সরল ভাবে ভালোবাসি তোমায়,
নেই কোনো কওয়া বলা,
তোমাকে জানাবো, প্রয়োজন কি?
নির্ভেজাল ভালোবাসি; নীরবতা উপভোগ করি প্রচন্ড।
ভালোবাসি, উদ্বেলে উদ্বেলিত হই
তবু অন্তরঙ্গ পেতে চাই নি কখনো,
হাসি-ঠাট্টা, সামনা-সামনি ক্যাফেতে আড্ডা  
তবু নেই কোনো কওয়া বলা; নীরবতাও আনে নিখাদ তৃপ্তি ।