[আজ থেকে প্রায় ১০ বছর আগেকার একটা কবিতা]


জানি একদিন আমি ভাসবো প্রেমের জোয়ারে
জানি একদিন আমি খুঁজে পাবো তোমারে,
তুমি আছো হৃদয়েতে প্রেমের প্রতীক হয়ে
হৃদয়ের গহীনে তাই রেখেছি তোমায় লুকায়ে।


প্রতিদিন রজনী মাঝে স্বপ্নে তুমি আসো
তোমার পরশ অনুভব করি, নির্ঝর সম তুমি হাসো;
নির্নিমেষ আঁখি ভরে শুধু নিরখি তোমায়
নিরবয়ব রাত্রি তবু আঁখি অবয়ব খুঁজে পায়।


তুমি কাছে আসো চন্দ্রিমা সনে-
মাধুরী জাগাও এই তন্-মনে,
আবার হেঁয়ালির ছলনায় হারিয়ে যাও কোথাও-
অধরের পরশটুকু শুধু উপহার দিয়ে যাও।