ভালো মন্দ জানি না
লিখতে হবে তাই লিখে যাচ্ছি
বেলা- অবেলায়,
সুকথা-কুকথা খেয়াল নেই
শুধু লিখে যাচ্ছি
ভাবিত ভাবনায়;


চারপাশের আগুন আগুন ধন্ধে,
বারুদ বারুদ গন্ধে
চোখ জ্বলে, মন জ্বলে;
অস্বস্তিকর কেমন যেন একটা অবস্থা আমার
শুধু কোনোরকম কলম চালিয়ে যাই রাতভর।


কাগজে ভেসে উঠে তোমার প্রতিচ্ছবি
তোমার মুখের স্নিগ্ধতা আমায় শীতল করে;
তুমিই আমাকে বাঁচিয়ে রাখো-
মৃত্যু পথযাত্রী আমি প্রতিরাতে।