আমার কবিতা খানি,তুচ্ছ করবে জানি,
ছুঁবে  না মন তব; ধরবে না নিঠুর মনে !
তুমি যে কেমন জ্ঞানী,ওরে অভিমানী !
.
কোন পরশ পেয়ে,নবীনের গান গেয়ে,
নবীন প্রেমের টানে,কোন বা নেশার গানে,
মুগ্ধ হয়ে গেলে,মরীচিকায় ধেয়ে ।
ব্যথা ভরা হৃদে ,ছুটি তব পানে।
.
কষ্ট পেলে শেষে,বিরহের ঐ দেশে,
রিক্ত হস্তে তুমি,নিপাকেরে চুমি;
কষ্ট নিয়ে বুকে,ফিরলে অবশেষে।
.
ফেলেছিলে মোরে,নিছক তন্দ্রা ঘোরে,
জোসনা রাতের শেষে,বললে তুমি এসে-
আমায় তুমি ছেড়ে,কেন গেলে দূরে ?
.
খিরকীটা যেই খুলে,ক্ষীণ কায়ার বলে !
ছুঁতে গেলাম হেসে,আবার ভালবেসে।
শীর্ণ কায়া দেখে- মুখ ফিরিয়ে নিলে !