বিস্তীর্ণ  এক মরুপথে যাত্রীরা ঐ ছুটে,
আদুল পায়ে লক্ষ্যে যাবে; দীপ্তি কখন জুটে !
এই মরুতেই দিন কেটে যায়, নেমে আসে আঁধার,
সামনে আছে বীর বারিধি। দিতেই হবে সাঁতার।
তার ওপারে পাহাড় আছে করতে হবে চূর্ণ,
আনতে হবে সুখের পুস্প,সময়টা বেশ তূর্ণ ।
এই মরুতে ফুল ফুটাতে বৃক্ষ কোরে রোপন,
সবুজ সখা অভিযাত্রীর প্রাণের চেয়ে আপন।
মরুর উপর তরুর ছায়া, নিরেট  প্রাণের চাওয়া,
কবে হবে তারই শাঁখে বিজয়ের গান গাওয়া ?
সকল চাওয়া স্বপ্ন আজও এমন মরু ভূমে,
চলতে হবে দামাল সখা;কর্ম প্রেমে চুমে ।