নয়নে নয়ন রাখি      হৃদয়ে যে দাও উঁকি
           ঘন মেঘ তনু ছেদ বরিষ ক্ষণে।
চেয়ে দেখি নেই পাশে     মন কাঁদে পরবাসে,
          তবু যেন কেন হায় পড়ে যে মনে।


বাতায়নে সমীরণে         যায় আসে  অকারনে
    জুড়ে  দিতে চায় শুধু প্রেমের আলাপন।
শূণ্য এ হৃদয় মম         খুঁজে যে বিজলী সম-
     খুঁজে ফেরে প্রেম তরু,তব আগমন।


হিমেল এ সমীরণে        আমার এ ব্যথিত মনে
        তোমার স্তুতি করে কেন অকারন ?
নষ্ট প্রেমিক হৃদয়        তোমারে যে পেতে চায়!
       তুমিই তো দিতে পার প্রেমের আস্বাদন।


তোমারই কাছেতে তাই    বারে বারে ফিরে যাই
         দূর হতে চেয়ে থাকি পাই যদি ক্ষমা।
তনু মনে নাচে যে                   ভালবাসা পেলরে
          ব্যথা সবই গেল ধুয়ে ; যা ছিল জমা।