শীতে উষ্ণতা পেতে,
ঘুমিয়ে থাকা তুমি যখন আমাকে জড়িয়ে ধরো,
শক্ত করে তোমার বক্ষে।
তখন আমার বেশ লাগে!
মনে হয় জেগে থাকা তুমি
আর ঘুমিয়ে থাকা তুমির মাঝে কত তফাৎ!!
মনে হয় তুমি ঘুমিয়ে ই থাকো।
জেগে উঠলেই তো তোমাকে হারাই।
প্রতি মুহূর্তে,প্রতি ক্ষণে!
.
প্রচণ্ড জ্বর গায়ে যখন আবোলতাবোল বকো,
যখন তুই থেকে তুমি বলে ডাকো।
তখন আমার বেশ লাগে!
মনে হয় তোমার আবোলতাবোল ই ভালো।
আবোলতাবোল করে হলেও ত তুমি, তুমি বলে ডেকেছ!
জ্বর সারলেই তো তোমাকে হারাই!
প্রতি নিঃশ্বাসে, প্রতি স্পন্দনে!
.
দুঃস্বপ্ন দেখে চমকে উঠে যখন আমাকে ডেকে তুলো,
তখন আমার বেশ লাগে!
মনে হয় আমিই তোমার সাহস,
আমি তোমার আশ্রয়।
মনে হয় দুঃস্বপ্ন ই ভালো।
সুখস্বপ্ন এ তো তোমাকে হারাই,
প্রতি রাতে, প্রতি দিনে।


---------শেখ মোহাম্মাদ আশরাফুল।