এক মুঠো চুড়ি, কালো একটা ছোট্ট টিপ
আর কানের দুল।
শুধু এই টুকুন দিয়ে সাজলে, তোমাকে অসম্ভব রকম সুন্দর লাগবে।
বলতে চেয়েছিলাম অনেক বার,
কারনের কারনে বলা হয়ে উঠেনি।


একটা মুক্ত আকাশের নিচে,
এক খন্ড সবুজের মাঝে,
তোমার কাঁধে মাথা রাখার স্বাপ্ন দেখিছিলাম,
কয়েক সহস্রবার।
কিন্তু আমার জবান থেকে এই বাক্য, এককের ঘর ও পার হতে পারে নি কখনো।


এক রাত্রি বৃষ্টি চেয়েছিলাম,
ভিজব বলে,
প্রিয়তম তোমাকে নিয়ে অনেক টা সময় ধরে।
চেয়েছিলাম খানিকটা যেন বিদ্যুৎ ও চমকায়,
আর তুমিএসে আশ্রয় খুজো আমার পাঁজরে।


এক আকাশ রোদ্দুরের পর,
খুজে ছিলাম পূর্ণ চাঁদের বরষা,
স্নান করব বলে জোসনার আলোয়।
চেয়েছিলাম সাজাতে তোমাকে
মৃৎ অলংকার দিয়ে।


মুক্ত আকাশ
রাত ভর বৃষ্টি
আবার প্রত্যূষয়েই রোদ
সবই আছে।
থাকবে।
এমনকি মেলার ঐ বেদেনিরা আমাকে জিজ্ঞাসা করে,
"ও ভাই, কাঁচের চুড়ি আছে,
খুব সুন্দর কাঁচের চুড়ি,
সাথে টিপের পাতা ও আছে,
লিয়ে যা ভাই"


আর তখন আমি থাকি,
নিরবিকার,কিংকর্তব্যবিমুর,বোবা-কালা সব।


বেদেনিরা কি যেন বুঝতে পেরে আর দ্বিতিয় বার নিবেদন করে না আমাকে।
অন্য কাউকে বলে,
"ও ভাই, কাঁচের চুড়ি আছে,খুব সুন্দর কাঁচের চুড়ি,সাথে টিপের পাতা ও আছে, লিয়ে যা ভাই"