একমুঠো অপেক্ষা কিনতে চাই,
যে অপেক্ষা কোনো এক সকালে,
তোমার চুলের ঘ্রাণ এনে দিবে,
নিঃশর্ত ভাবে!
যে ঘ্রাণে মম হয়ে,
ঘুমঘুম দুচোখে বসবে
তোমার ছোয়া!


আমি এক পসলা বৃষ্টির অপেক্ষায়,
যারা বলেছিল ভিজাবে একসাথে,
তোমাকে আমাকে কোন এক জোছনায়।
জোনাকিদের কলরবে।


আমি একটা পূর্ণিমা রাত চাই,
তুমি, আমি এবং ঐ চাঁদ মিলে,
আমরা হবো বলে।


আমি একটা তোমাকে চাই,
বয়সের ভারে নুয়ে পরে,
একসাথে বৃদ্ধ হবার ছলে।